ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিএমপির দুই থানায় নতুন ওসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২ পিএম, জানুয়ারি ৬, ২০২৫
সিএমপির দুই থানায় নতুন ওসি

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট ও আকবরশাহ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

আদেশে বলা হয়, সিটিএসবির পরিদর্শক মো. আবদুর রহিমকে সদরঘাট থানায়, একই থানার (ওসি) রমিজ আহমেদকে সদরদপ্তর পরিদর্শক (ক্রাইম) বিভাগে বদলি করা হয়েছে। আকবর শাহ থানার (ওসি) হিসেবে ডিবি উত্তর বিভাগের পরিদর্শক মো. কামরুজ্জামান, একই থানার (ওসি) রোজিনা খাতুনকে পুলিশ পরিদর্শক (প্রশিকিউশন) হিসেবে পদায়ন করা হয়েছে।

দুই থানার রদবদলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক মো. ইমরান হোসেন।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এমআই/পিডি/টিসি

বাংলাদেশ সময়: ১০:২২ পিএম, জানুয়ারি ৬, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।