ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তুচ্ছ ঘটনায় চট্টগ্রামে দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
তুচ্ছ ঘটনায় চট্টগ্রামে দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ  ...

চট্টগ্রাম: তুচ্ছ ঘটনায় সিইপিজেডের দুইটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। কারখানা দুটিতে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে জেএমএস ও মেরিনকো কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, সিএমপি ও শিল্পপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, কয়েকদিন ধরে জেএমএস’র শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিল। দুইদিন বন্ধ থাকার পর বিষয়টির সমাধান হয়। শনিবার কারখানা চালু হয়। এদিন সকালে মেরিনকো’র শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে আন্দোলন শুরু করে। এরপর দুইপক্ষ সংঘাতে জড়ায়।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনায় পাশাপাশি দুইটি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছি। কারখানা দুটিতে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এক কারখানার শ্রমিকদের সাথে আরেক কারখানার শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এরপরই তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। আহত হয়ে ১২ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।