ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘যে সাহিত্য চর্চা করে সে কখনো সন্ত্রাসী হতে পারে না’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
‘যে সাহিত্য চর্চা করে সে কখনো সন্ত্রাসী হতে পারে না’ চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন,সাহিত্য ও সংস্কৃতি হলো এক্সট্রা কারিকুলার যতকিছু আছে তারমধ্যে অন্যতম। যে সাহিত্য চর্চা করে সে কখনো সন্ত্রাসী হতে পারে না।

আমাদের ভুলে গেলে চলবে না বিশ্ববিদ্যালয় একটি অ্যাকাডেমিক প্রতিষ্ঠান, এটা পলিটিক্যাল প্রতিষ্ঠান না বলে মন্তব্য করেন 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় চবির মেরিন সায়েন্সেস অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আবৃত্তি সংসদের তিন মাসব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহাদাত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুদ্দিন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোজাম্মেল হক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

এছাড়া কর্মশালার প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার চৌধুরী গোলাম মাওলা।  

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, যদি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক বিষয়গুলো রাজনীতির নিচে চাপা পড়ে যায় তাহলে সে জাতিকে এর খেসারত দিতে হয়। আমরা এখন সেটাই দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ের কাজ রাজনীতিবিদ তৈরি করা না, যোগ্য গ্র্যাজুয়েট তৈরি করা। যোগ্য হয়ে গড়ে উঠলে সে এমনিতেই রাজনীতিতে ভালো ভুমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, আমি ছাত্ররাজনীতি চাইলেই সিন্ডিকেটের মাধ্যমে বুয়েটের মতো বন্ধ করতে পারব। কিন্তু শিক্ষক রাজনীতি আমি বন্ধ করতে পারব না। কারণ আমাদের ৭৩ এক্ট শিক্ষকদের ব্যাপক স্বাধীনতা দিয়েছে। কিন্তু তাদের দায়িত্বশীলতার ম্যাকানিজম উপহার দিতে পারেনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, কথা দিয়ে হয় না এমন কোনো কাজ নাই। কর্পোরেট দুনিয়ায় যারা প্রতিষ্ঠিত, তাদের একটি গুণ হলো- সুন্দরভাবে কথা বলা; যেটি আমাদের নাই। আমাদের শিক্ষার্থীদের উচিত,  শুদ্ধভাবে পরিশীলিত ভাষায় কথা বলতে শেখা। তারাই সমাজের নেতৃত্ব দিবে, যারা সুন্দরভাবে কথা বলতে পারে।

অনুষ্ঠানে আবৃত্তি সংসদ কর্তৃক প্রকাশিত 'অনিবার্য-২৪' প্রকাশনার মোড়ক উন্মোচন করেন চবি উপাচার্য। চবি আবৃত্তি সংসদের তিন মাসব্যাপী প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালাটি জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে উৎসর্গ করা সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।