চট্টগ্রাম: দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, সততা ও দেশপ্রেম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছিয়েছে। মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং দক্ষ ও জনপ্রিয় রাষ্ট্রনায়ক হিসেবে শহীদ জিয়া জাতির ইতিহাসে ও আমাদের জাতীয় জীবনে যে অনন্য সাধারণ ভূমিকা ও অবদান রেখে গেছেন তা-ই তাকে জনগণের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।
স্বদেশ প্রেম, গণতান্ত্রিক ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি সুগভীর শ্রদ্ধা দেশের উন্নয়ন, জনকল্যাণে ঐকান্তিক আগ্রহ এবং ব্যক্তি সততার সুনাম তাকে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে এক স্মরণীয় ও জননন্দিত ব্যক্তিত্বে পরিণত করেছে। দেশের প্রতিটি দুর্যোগে জিয়াউর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ৫ নম্বর মোহরা ওয়ার্ডের দক্ষিণ মোহরার সামাজিক ও ক্রীড়া সংগঠন আল-মাহদী আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহীদ জিয়ার স্বপ্ন ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা জানিয়ে আবু সুফিয়ান বলেন, বাংলাদেশকে স্বনির্ভর ও আত্মপ্রত্যয়ী করার জন্য তিনি নিরলস পরিশ্রম করে গেছেন। তার স্বল্প সময়ের শাসনামলে বাংলাদেশের অর্থনীতিসহ সব ক্ষেত্রে ঈর্ষান্বিত উন্নতি সাধিত হয়। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি কৃষি, শিল্প ও রেমিট্যান্সের ক্ষেত্রে তিনি বিপ্লবের সূচনা করেন। উৎপাদনমুখী রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীন পররাষ্ট্রনীতি, ন্যায়ভিত্তিক শোষণমুক্ত সমাজ ব্যবস্থা -এই বিষয়গুলো ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
টুর্নামেন্টের উদ্বোধক উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্যসচিব হামিদুল হক মান্নান, সিজেএমসিএলের উপ-ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম, এমএ হামিদ, চান্দগাঁও থানা জামায়াতের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, মানিক চৌধুরী, সাখাওয়াত হোসেন।
শহিদুল করিম রাসেলের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম বাদশার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জমির উদ্দিন মানিক, মো. ইব্রাহিম, মো. আলমগীর, আকতার হোসেন, মনছুর আলম, শহীদুল ইসলাম ছোটন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এমআই/টিসি