চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমরা তরুণ ও যুব সমাজের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন করতে যাচ্ছি। শিক্ষার মান বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড় সুলভ মনোভাব গড়ে তোলার জন্য সমাজের সব পর্যায়ের মানুষকে এগিয়ে আসতে হবে।
বুধবার (২২ জানুয়ারি) হাটহাজারীতে শহীদ জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্ত:ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক লায়ন সালাউদ্দীন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, জাসাস কেন্দ্রীয় কমিটি যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মাহাবুব রানা, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ডিরেক্টর রাজীব জাফর চৌধুরী প্রমুখ।
নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় সরোয়ার কামাল স্মৃতি একাদশ ২-১গোলে মনির আহম্মদ মাস্টার স্মৃতি একাদশ কে পরাজিত করে ।
বিজয়ী দলকে ব্যারিস্টার মীর হেলাল এর পক্ষ থেকে এক লাখ টাকা ও পরাজিত দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমআই/পিডি/টিসি