চট্টগ্রাম: ঢাকায় অনুষ্ঠিত প্রথম স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল মুট কোর্ট প্রতিযোগিতায় (বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ড ২০২৪-২৫) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগ সাফল্য অর্জন করেছে।
আইন বিভাগের শিক্ষার্থী রাফসানুর রহমান রাকিব, নাফিজা নাওয়াল খানম ও মোহাম্মদ নুরুল করিমকে নিয়ে গঠিত দলটি প্রতিযোগিতায় মেমোরিয়াল তৈরিতে ৩য় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় সফলতা অর্জন করায় ইউনিভার্সিটির পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব এর সাথে আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপাচার্য বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের কৃতি শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইউনিভার্সিটির জন্য গৌরব বয়ে এনেছে।
এ সময় ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইনচার্জ ড. এস এম শোয়েভ, আইন বিভাগের শিক্ষক ও দলটির কোচ ফারহাত ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
এসি/টিসি