ঢাকা, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রিহ্যাব চট্টগ্রামের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
রিহ্যাব চট্টগ্রামের সভা

চট্টগ্রাম: রিহ্যাব চট্টগ্রামের রিজিওনাল কমিটি, উপ কমিটি এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে রিজিওনাল অফিসে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া।

 

সভার সভাপতি হাজী দেলোয়ার হোসেন সভায় আগত রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী ভূঁইয়া, পরিচালক সেলিম রাজা পিন্টু, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য, উপ কমিটি এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সব সদস্যকে অভিনন্দন জানান।  

এ সময় তিনি বলেন, আগামী ১৩-১৬ ফেব্রুয়ারি হোটেল রেডিসনে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতোমধ্যে ব্যাপকভাবে ফেয়ারের প্রচার প্রচারণা শুরু হয়েছে।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ সফলভাবে আয়োজন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।  

সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দীন আহাম্মদ, মো. মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করমি, মো. জাফর, হৃষিকেশ চৌধুরী, আশীষ রায় চৌধুরী, নূর মোহাম্মদ, আদিবুল হুদা, ওবায়দুল্লাহ খান।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।