চট্টগ্রাম: নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।
জানা গেছে, আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি গার্মেন্টের শ্রমিকরা গত ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না।
সড়ক অবরোধের কারণে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আন্দোলনে যোগ দেন ফ্রাংক এপারেলস লিমিটেড নামের আরেকটি গার্মেন্টের শ্রমিকরা। এসময় অবরোধকারীরা বলেন, এক বছর ধরে বেতন দিতে গড়িমসি করছে মালিকপক্ষ। বেতন দেওয়ার নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।
আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড এর এমডি জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সিএমপির উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
এসি/টিসি