ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোট কর্মচারীর ওপর ইজারাদারের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৬, ফেব্রুয়ারি ৪, ২০২৫
বোট কর্মচারীর ওপর ইজারাদারের হামলা প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানা এলাকার বঙ্গোপসাগর উপকূলে রাসমনি ঘাটে সোহান উদ্দিন ফারুক (৩২) নামে এক বোট কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

সোহান উদ্দিন ফারুক নগরের পাহাড়তলী থানা এলাকার মৃত মহিউদ্দিন রিটনের ছেলে।

গুরুতর আহত কর্মচারী ফারুককে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

জানা গেছে, সোহান উদ্দিন ফারুক দি রিভার মেরিন সার্ভিস কোম্পানির কাজ করতেন। ওই কোম্পানির পণ্য আনা-নেওয়ার জন্য দুটি বোটের পারমিট রয়েছে। আর অভিযুক্ত মাহবুব মিয়া ঘাটের ইজারাদার।  

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, ভুক্তভোগীর অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে দি রিভার মেরিন সার্ভিসের ম্যানেজার মো. আশরাফ জানান, রাসমণি ঘাটে গত কয়েকদিন আগে দি রিভার মেরিন সার্ভিস কোম্পানি বিআইডব্লিউটিএ থেকে ২টি বোটের রুট পারমিট নেয়। এই দুটি বোট দিয়ে সন্দ্বীপে বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছে। এতে ঘাট ইজারাদারের অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে মাহবুব মিয়া আমার বোটের কর্মচারীকে কুপিয়ে জখম করে।

তিনি জানান, রাসমনি ঘাটের ইজারাদার মাহবুব মিয়ার ভাই হাবিব মিয়া আওয়ামী লীগের নেতা। তারা গোপালগঞ্জের ক্ষমতা দেখিয়ে অবৈধ পণ্য পরিবহন করতো।

অভিযুক্ত মাহবুব মিয়াকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।