চট্টগ্রাম: রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেছেন, ব্যাংকিং খাতের উন্নয়নে খেলাপি ঋণ আদায়ের বিকল্প নেই। খেলাপি ঋণ আদায়ে শাখা ব্যবস্থাপকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে৷
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্যবসায়িক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ উদ্দেশ্যে রূপালী ব্যাংক পিএলসির আধুনিক ব্যাংকিং সুবিধা যেমন-Rupali eBank Apps, ফ্রি অনলাইন ব্যাংকিং সেবা মানুষের কাছে পৌঁছে দিতে।
এসময় তিনি যেকোনো সমস্যার তরিৎগতিতে সমাধান, যে কোন ঋণ প্রস্তাব, পুনঃতফসিলকরণ, সুদ মওকুফ প্রস্তাব দ্রুত অনুমোদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি সুদ বিহীন এবং স্বল্প সুদ বাহী আমানত সংগ্রহে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেন।
মহাব্যবস্থাপক এস এম দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের অধীন সব জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহীসহ শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
পিডি/টিসি