ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন জেমস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন জেমস ...

চট্টগ্রাম: দুষ্টু ছেলেদের ‘গুরু’নগরবাউল জেমস। গুরু'র গান মানেই শ্রোতাদের সীমাহীন উচ্ছ্বাস।

আর তিনি যখন কনসার্টে গিটার হাতে গাইতে শুরু করেন, তখন সামনে থাকা হাজারও ভক্তের হৃদয়ে ঝড় ওঠে। প্রিয় গায়কের কণ্ঠে কণ্ঠ মিলে গান করেন সবাই।
গানের ভুবনে হারিয়ে যান সবাই। জনসমুদ্রের ভিড় ঠেলেও শীতের হিমেল বাতাস উপেক্ষা করে দাঁড়িয়ে থেকেই জেমসকে ঘিরে গান আর হৈ-হুল্লুড়ে মেতে উঠেছিলেন সবাই।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে আটটা। নগরবাউল জেমস মঞ্চে পা রাখতেই পুরো স্টেডিয়ামে শ্রোতাদের কণ্ঠে 'শুরু' শব্দের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে।  গানে গানে এম এ আজিজ স্টেডিয়াম  মাতিয়েছেন তিনি।

তার গান শুনতে আসা শ্রোতাদের ঢল নামে স্টেডিয়ামে। শীতের ঠান্ডা বাতাসেও উষ্ণতা ছড়িয়ে দিয়েছিল নগর বাউলের একের পর এক গাওয়া গানগুলো। তিনি কবিতা, সুলতানা বিবিয়ানা, মা ,পাগলা হাওয়া, গোপনে, মীরাবাঈ, সুন্দরীতমা, ভিগি ভিগি গানগুলো গেয়ে শোনান।

তরুণ-তরুণীরা বৃত্তাকার হয়ে গানের তালে তালে নাচতে থাকেন। জেমসকে এতো কাছে পেয়ে ভক্তরা যেন সারা রাতই তার গান শুনতে চাইছিলেন। তবে ফিরতে তো হবেই! সবশেষে জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’ গেয়ে রাত ১০টার দিকে মঞ্চ ছাড়েন নগর বাউল জেমস।

এ কনসার্টে নগর বাউল জেমস ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তীরন্দাজ, লালন, সোলস, আর্টসেল, শিরোনামহীন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ অনেক প্রসিদ্ধ ব্যান্ড দল পারফরম্যান্স করেছেন।

চট্টগ্রাম নগরের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে আমরা গেল ৪ জানুয়ারি থেকে ফুল উৎসবের যাত্রা শুরু করে। এ উৎসবের সমাপনী অনুষ্ঠন উপলক্ষে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে 'গালা নাইট কনসার্টের' আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। 'গালা নাইট কনসার্টে' নিরাপত্তার জন্য প্রায় ১ হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি, বিজিবি, র‌্যাব, নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করেছেন।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।