চট্টগ্রাম: আনন্দঘন সারাদিন দুধচিতই, ভাপা পিঠা, পেঁয়াজু, জিলাপি আর মেজবানিসহ বাহারি সব খাবার, শিশু, পুরুষ ও মহিলাদের আলাদা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন একটি দিন পার করলো চট্টগ্রামে বসবাসরত রামুর বাসিন্দারা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত অবধি নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবটি ছিল আনন্দ আয়োজনের এবারের ঠিকানা।
সকালে চামচে মার্বেল নিয়ে শিশুদের দৌঁড় প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রমের সূচনা। আর রাতে র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণের সাঙ্গ হয় অনুষ্ঠান।
অনুষ্ঠান শেষের আগে আবদুল মাজেদ সিকদার সভাপতি, হামিদ উল্লাহ সাধারণ সম্পাদক ও এহতেশামুল হক চৌধুরী রুবেলকে অর্থ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
মিলনমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক জেলা প্রশাসক ও রামু সমিতির উপদেষ্টা ড. বদিউল আলম পাভেল, পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন চট্টগ্রামের প্রধান ড. শাহাদাত হোসেন, কর্নফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শহীদ উল্লাহ, প্রাইম ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড রিটন বড়–য়া, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আবুল কালাম, চট্টগ্রাম জেলা ভূমি কর্মকর্তা হামিদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, সাংবাদিক মো. গিয়াস উদ্দিন, ব্যবসায়ী তিতু বড়–য়া অতি, অ্যাডভোকেট মিজানুর রহমান, রেলওয়ে কর্মকর্তা রফিক উল্লাহ, শিল্পী ও রামু সমিতির সাংগঠনিক সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, অ্যাডভোকেট রিপা বড়ুয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৫
এসি/টিসি