চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় তিন জন নিহতের ঘটনায় শোক জানিয়েছে চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা ছাত্র শিবির।
চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান ও সেক্রেটারি ডিএম আসহাব উদ্দীন যৌথ এক শোকবার্তায় বলেন, আমরা গভীর শোক ও ব্যথিত হৃদয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু এবং একজন গুরুতর আহত হওয়ার খবরটা মুহুর্তের মধ্যে অন্তরে কাঁপন সৃষ্টি করেছে।
নিহতরা হলেন, দোহাজারী পৌরসভার জামিরজুরী গ্রামের জসিম উদ্দিনের ছেলে ওয়াকার উদ্দিন আদিল (১৩), নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫) এবং রিকশাচালক রুহুল আমিন (৪৫)। ওয়াকার উদ্দীন আদিল ও উম্মে হাবিবা রিজভী সম্পর্কে ভাই-বোন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে আমরা নিহতদের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের এই শোকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।
এ দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, যেন তারা আহতদের সুচিকিৎসা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
বিই/পিডি/টিসি