ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে  দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি ২০২৪ উপলক্ষে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।

চট্টগ্রাম: স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ পরিচালক মো. নোমান হোসেন বলেছেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। গুগল, মাইক্রোসফট, ফেসবুক, এক্স হ্যান্ডেলের মতো অনেক জায়ান্ট কোম্পানি রয়েছে যারা পুরো বিশ্বকে একত্রিত করেছে।

সেখানে এশিয়ার অনেক দেশের মেধাবিরা কাজ করছেন। কিন্তু আমাদের সংখ্যা খুবই কম।
আমরা যে রকম সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই এর জন্য প্রয়োজন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ভূরাজনৈতিক, কূটনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন, তেমনি জরুরি একটি দক্ষ জনগোষ্ঠী ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। জ্ঞানভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে পারলে আমাদের বড় একটি জনগোষ্ঠী জনশক্তিকে পরিণত হবে।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি ২০২৪ উপলক্ষে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক সক্ষমতা আমাদের আর্থিকভাবে সমৃদ্ধ করতে পারে, সামাজিক সক্ষমতা আমাদের সামাজিক ভিত্তি মজবুত করতে পারে; কিন্তু সেই ভিত্তি প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন হয় একটি দক্ষ জনগোষ্ঠীর। তাই দীপ্ত প্রজন্ম-চট্টগ্রাম যে আয়োজন করেছে তা মেধা অন্বেষণে। আমরা মনে করি আমাদের ছেলেমেয়েরা একদিন গুগলের মতো প্রতিষ্ঠানকে লিড দেবে।  

প্রধান বক্তার বক্তব্যে তরুণ রাজনীতিবিদ ও দীপ্ত প্রজন্ম চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ইসরাফিল খসরু চৌধুরী বলেন, তরুণ প্রজন্মকে বড় বড় স্বপ্ন দেখতে হবে। আবার সেই স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পনা নিতে হবে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে সব পদক্ষেপ নিতে হবে। আমরা কেন পিছিয়ে থাকবো। আমরা নিজেদের এমনভাবে গড়ে তুলবো যাতে আন্তর্জাতিক অঙ্গনে আমরা নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে নেতৃত্ব দিতে পারি। নতুন নতুন আবিষ্কারে আমরা কাজ করতে হবে। আগামীর বাংলাদেশ হবে মেধার বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।  

দীপ্ত প্রজন্ম-চট্টগ্রামের আয়োজনে এবার ট্যালেন্টপুলে ৪০ জন এবং সাধারণ গ্রেডে ৩২০ জনকে বৃত্তি দেওয়া হয়।  

দীপ্ত প্রজন্ম-চট্টগ্রামের চেয়ারম্যান এইচএম রাশেদ খানের সভাপতিত্বে ও মহাসচিব আবদুল হক ও পরিচালক আরেফিন রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বৃত্তিপ্রাপ্তদের অভিভাবক হামিদ উল্লাহ। উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আবদুস সাত্তার, দীপ্ত প্রজন্ম-চট্টগ্রামের পরিচালক এসএম ইকবাল, মোখলেসুর রহমান, বিপ্লব পার্থ, চন্দ্র কুমার ধর, পারভীন সুলতানা, অ্যাডভোকেট এরশাদুল কাইয়ুম, সাইদুল ইসলাম, মামুনুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।