চট্টগ্রাম: মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমীন বলেছেন, শ্রমিক-মালিক, ধনী-গরীব, তরুণ-বৃদ্ধ সকলের অংশগ্রহণে একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফের রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে। সেই প্রচেষ্টায় আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম বন্দর এলাকার শহীদ ডা. মিজান ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম বন্দর থানাধীন পোর্ট কলোনী বায়তুল আরাফ জামে মসজিদ চত্বরে শ্রমজীবী মানুষের মাঝে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরবচ্ছিন্ন নাগরিক সেবা প্রদান ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষাই হবে রাষ্ট্রের প্রধান দায়িত্ব।
শহীদ ডা. মিজান ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ মুজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম, বন্দর থানার সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন, পাহাড়তলী থানা সভাপতি জাফর আহমদ, বাকলিয়া থানার সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শ্রমিকনেতা মুহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুর রহিম পাঠান, আজিম উদ্দীন, শাহ আলম, নুরুল মোস্তফা, জাফর আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
বিই/পিডি/টিসি