ঢাকা, শনিবার, ১৬ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সৌদির সঙ্গে মিল রেখে মির্জাখীল দরবারে রোজা শুরু শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
সৌদির সঙ্গে মিল রেখে মির্জাখীল দরবারে রোজা শুরু শনিবার ...

চট্টগ্রাম: সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের অনুসারীরা শনিবার থেকে রোজা রাখবেন। প্রতিবছর এ দরবারের অনুসারীরা এভাবে একদিন আগেই রোজা, ঈদ, ঈদুল আজহা ইত্যাদি পালন করে আসছেন।

 

হজরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীনের (ক.) পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সাজ্জাদানশিন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের (ক.) জানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান আগামীকাল শনিবার থেকে পবিত্র রমজান মাস সূচনা ও সিয়াম পালনের বিষয়ে সবাইকে অবহিত করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মির্জাখীল দরবারের মোহাম্মদ মছউদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বের দেশগুলোতে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদিনা শরিফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে আগামীকাল শনিবার প্রথম রোখা রাখব। এ লক্ষ্যে ইতিমধ্যে তারাবি নামাজও আদায় করেছি। বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রায় দুইশ’ বছর ধরে এভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত সব অনুশাসন পালন করে আসছি আমরা।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।