ঢাকা, শনিবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০১ মার্চ ২০২৫, ০০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন ৮৯ জন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, মার্চ ১, ২০২৫
চবির ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন ৮৯ জন  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ সেশনের (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এবারের ভর্তিযুদ্ধে আসনপ্রতি লড়ছেন ৮৯ জন শিক্ষার্থী।

 

শনিবার (০১ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে ১২টা ১৫ মিনিটে শেষ হয় প্রথমদিনের ভর্তি পরীক্ষা।  

এবারও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৮১ জন। গড়ে আসন প্রতি অংশ নিচ্ছেন ৮৯ জন।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। আসন প্রতি লড়বেন ৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। গত বছর আবেদন করেছিল ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসেবে এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছে ভর্তিযুদ্ধে।

এছাড়া কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছে ৭৩ হাজার ১৭১ জন, আসন প্রতি লড়বেন ৬১ জন। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৬৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২১ হাজার ৩৯৩, আসন প্রতি ৩৩ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ৯৮৮টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬০ হাজার ৫২২ জন, আসন প্রতি লড়বেন ৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। বি-১ উপ-ইউনিটে আবেদন করেছে ১ হাজার ৯১১ জন, বি-২ উপ-ইউনিটে ৩ হাজার ৬৭০ জন এবং ডি-১ উপ-ইউনিটে আবেদন করেছে ১ হাজার ৪৯১ জন শিক্ষার্থী।

প্রথমদিন তিনটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ২৩ হাজার ৯৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ৬৬ হাজার ১৮০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

এবার প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ হবে। এর আগে সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। ১০টা ৪৫ এর সময় ওএমআর শিট দেওয়া হবে এবং প্রশ্নপত্র বিতরণ করা হবে ১১টা ১৫ মিনিটে। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।