চট্টগ্রাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আধুনিক সুবিধা সম্বলিত শপিং মল ফিনলে সাউথ সিটি’তে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ফিনলে সাউথ সিটি শপিং মলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণির প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিকালে ফিনলে সাউথ সিটি শপিং মল এর লেবেল-৭ এ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিনলে প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু। বিশেষ অতিথি ছিলেন ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মিজবাহুর রহমান, মাহবুবুর রহমান, আব্দুল মাবুদ শমসের, ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আইয়ুব খান।
শিশুদের কাজে মুগ্ধ হয়ে ফিনলে প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু শিশুদের জন্য ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের অভিপ্রায় ব্যক্ত করেন। সবশেষে বিজয়ী ১১ জনকে সনদপত্র ও পুরস্কার দিয়ে অভিনন্দিত করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৫
এসি/টিসি