চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় ইছামতী নদীর পাড়ের বিল থেকে বিভিন্ন প্রজাতির পাখি মেরে বস্তা ভরে নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার সদর থেকে পাখি শিকারি এ চক্রটিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলো, পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আদমল্ল পাড়া এলাকার মো. ছৈয়দুল আলম (৬০), মুহুরী পাড়া এলাকার মো. ইদ্রিস (৬৫) ও শামসুল সওদাগরের পুরাতন বাড়ির মো. সোহেল (৩০)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, বিভিন্ন প্রজাতির পাখি মেরে বস্তা ভরে নিয়ে যাওয়ার সময় গাড়ি তল্লাশি করে তিনজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
বিই/পিডি/টিসি