ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খালে বাঁধ দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
খালে বাঁধ দিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ, জরিমানা  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে খালের মাঝে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ স্থাপনা নির্মাণ মোহাম্মদ ইউনুচ (৭৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার কধুরখীলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

 

তিনি বলেন, কধুরখীল শরীফ পাড়া চৌধুরী হাট এলাকায় একটি খালের মাঝে কৃত্রিম বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল।  এতে বোরো মৌসুমে চাষাবাদের সেচ কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়ে।

 

অভিযান চালিয়ে কৃত্রিম বাঁধটি অপসারণ করা হয় এবং অবৈধ স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মাণকারী মোহাম্মদ ইউনুচকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।