চট্টগ্রাম: সীতাকুণ্ডে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে নগরের খুলশীর আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লুৎফর রহমান সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল এলাকার মৃত মাওলানা আবুল বশরের ছেলে।
র্যাব জানায়, নিহত মো. মাসুদ উপজেলার ৫ নম্বর ছিন্নমুল এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিক্য কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ফেব্রুয়ারি মারা যায় মাসুদ।
এ ঘটনায় নিহত মাসুদের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৭ জনকে নাম উল্লেখ করে অজ্ঞাতা ৫-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, মামলার দায়েরের পর থেকে আসামিদের ধরতে নজরদারি অব্যাহত রাখে র্যাব। পরে এজাহারভুক্ত আসামি লুৎফরের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
পিডি/টিসি