ঢাকা, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে রোজার বাজারে ভ্রাম্যমাণ আদালত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
চট্টগ্রামে রোজার বাজারে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম: রোজার বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  

শুক্রবার (১৪ মার্চ) নগরের রাজাখালী ও চাকতাই, বাকলিয়া বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভূঞা ও সুব্রত হালদার।

এ সময় বিএসটিআইর লাইসেন্স ছাড়া একটি পানীয়জল সরবরাহকারী প্রতিষ্ঠান ও একটি মুড়ি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী ২টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কাজীরহাট বাজার, কালুরঘাটে মুদি দোকান ও কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান ও মো. আসিফ জাহান সিকদার।

 

অভিযান চলাকালে সয়াবিন তেল, খেজুর, ডিম, ফলমূলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিদর্শন করা হয়।  

এ সময় পণ্যের মোড়ক ঠিকমতো না থাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকা, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র জানায়, রমজানের শুরু থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির দোকানে বিশেষ নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসন। মজুতদারি রোধে সব বিক্রেতাকে সতর্ক করা হয়েছে। বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম রমজান মাসব্যাপী চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
এআর/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।