ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩৬ মেগাওয়াট ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্পে আগ্রহী চসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
৩৬ মেগাওয়াট ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্পে আগ্রহী চসিক

চট্টগ্রাম: ডিপি ক্লিনটেক ইউকে ও ইমপ্যাক্ট এনার্জি গ্লোবাল লিমিটেড কনসোর্টিয়ামের প্রতিনিধিরা চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও ৩৬ মেগাওয়াট ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।  

এ প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য সংগ্রহ করে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে।

এটি বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং নবায়নযোগ্য জ্বালানি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সোমবার (১৭ মার্চ) এ বৈঠকে ডিপি ক্লিনটেক ইউকের প্রতিনিধি ম্যাটিও মোলেনা প্রকল্পটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাবনা উপস্থাপন করেন।

এরপর মেয়র চট্টগ্রাম শহরের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহের কথা জানান।  

ডিপি ক্লিনটেক ইউকে চট্টগ্রামে শতভাগ সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় এ প্রকল্প বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে ডিপি ক্লিনটেক এবং ইমপ্যাক্ট এনার্জির পক্ষে উপস্থিত ছিলেন ম্যাটিও মোলেনা, এবিএম ইকবাল মাহমুদ মারুফ, শৌরভ চক্রবর্তী, হাবিবুল হাসান, স্থানীয় পরামর্শক স্থপতি তারিকুল ইসলাম ও এনায়েত কবীর।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।