ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের আরও ৫৪ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  


শনিবার (১৫ মার্চ) রাত ১২টা থেকে রোববার (১৬ মার্চ ) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 


গ্রেপ্তাররা হলেন, ডবলমুরিং মডেল থানার প্রদীপ রঞ্জন চক্রবর্তী (৬১), মো. সোহেল (২৪), জীবন হোসেন (১৯), মো. রানা (২০), তুহিন (২২), লোকমান (২২), আজিজুল হাকিম (৩৭), সংঘাতে জড়িত শিশু মো. আলী আরাফাত আকাশ (১৬), মো. হৃদয় (২১), মো. আব্দুর রশিদ প্রকাশ নসু (৩৩)। ইপিজেড থানার  মো. রিয়াদ (৩০), মো. সাগর (২০)।

হালিশহর থানার আসামি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন (২৮), মো. মিনহাজ আহমেদ প্রকাশ মিজান (২০), মো. আলাউদ্দিন আলো (২৬), মো. নুরুল আলম প্রকাশ সুমন হাওলাদার (৩৫), খুলশীতে নাজিম উদ্দিন (৫৫), মো. রোমান প্রকাশ নোমান (১৮), মো. নজরুল ইসলাম প্রকাশ রনি (৩১), পতেঙ্গায় মো. আলমগীর হোসেন (৩৩), বন্দর থানার আসামি মো. ইলিয়াছ প্রকাশ বাদশা (৪০), বায়েজিদ বোস্তামীতে মো. সাজ্জাদ হোসেন প্রকাশ বুড়ির নাতী (৩০), মো. ছাইদুল আজম প্রকাশ আসিফ (২৪), মো. আব্দুর রহিম (২২), কর্ণফুলী থানায় মো. শওকত আলী (৩৩), চান্দগাঁওয়ে মো. ওয়ালিম (৩২), সাইফুর রহমান সৈকত (৩৫), মো. রিয়াজ (২১), মো. আলী (৩০), তারা (২৪), পারভীন আক্তার (১৮), মো. মিজান (২৬), মো. মোস্তাফিজুর রহমান (২৭), ইমন দাস (২৭), দ্বীপ বড়ুয়া (২২), মো. সুরাজ (২১), মো. জুবাইদুল আলম (২১)। পাহাড়তলী থানার আসামী পাহাড়তলী থানা যুবলীগ নেতা মো. সাগর (২৬), মো. সাজ্জাদ হোসেন সুমন (২৮), আকবরশাহে মো. সুমন হোসেন (২২), মো. নুর হোসেন (২৭), মো. মহিন উদ্দিন প্রকাশ এমআই (২৫), সাব্বির হোসেন সৈকত (২৪), মো. সাহিদুর রহমান আরবি প্রকাশ আরিফ (২৫), সাইফুল ইসলাম (১৮), বাকলিয়ায় তানভির উদ্দিন বাবু (২৮), মো. শরীফ উদ্দিন (২৭), চকবাজারে মো. রাব্বি (২১), মো. জাহাঙ্গীর (৪২), মোহাম্মদ তৌহিদ হাসান রানা (২৮)। সদরঘাটে মো. ফয়েজ প্রকাশ রুবেল (৩০) এবং কোতোয়ালীতে মো. সালাউদ্দিন (৩০), মো. মামুন (৩৯) ও অংখ্যাই মারমা (৩০)।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।


 বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫

এমআই/পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।