ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, জরিমানা লাখ টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
চট্টগ্রামে দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, জরিমানা লাখ টাকা 

চট্টগ্রাম: নগরের টেরিবাজারের মেগামার্ট শপিংমলে দেশি পোশাক বিদেশি বলে বিক্রি, উচ্চমূল্যে পোশাক বিক্রি, ক্রয় ভাউচার দেখাতে না পারা, অননুমোদিত ও সরকার কর্তৃক নিষিদ্ধ প্রসাধনী বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনার সময় এ জরিমানা করা হয়।

একই অভিযানে কোতোয়ালি মোড় সংলগ্ন 'মধুবন' আউটলেটে মেয়াদোত্তীর্ণ দই এবং কেকের স্টিকার উঠিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা, অপরিচ্ছন্ন ও ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশ, সরকার নিষিদ্ধ অ্যালকোহলিক পানীয় বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্যের স্টিকার পরিবর্তনের উদ্দেশে স্টিকার সংরক্ষণ,  হালিমের মেয়াদ না থাকা এবং  অননুমোদিত বিদেশি পণ্য বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

একই এলাকায় অবস্থিত ‘মালঞ্চ’ রেস্টুরেন্টে জিলাপি তৈরির মিষ্টির সিরায় একাধিক মাছি মরে থাকা, ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রং খাবারে ব্যবহার এবং বাসি ইফতার বিক্রির উদ্দেশে সংরক্ষণ করায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার। উপস্থিত ছিলেন আলোকচিত্রী মো. আফতাবুজ্জামান।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফয়েজ উল্যাহ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এআর/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।