ঢাকা, শনিবার, ১৫ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউ’তে জাতীয় গণহত্যা দিবসে সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
সিআইইউ’তে জাতীয় গণহত্যা দিবসে সভা ...

চট্টগ্রাম: নগরের জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।

সিআইইউ’র জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় অনুষদের শিক্ষক অধ্যাপক ড. নাঈম আব্দুল্লাহ’র সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রিফাত তাসনীম এবং অপারেশন্স অ্যান্ড মেইন্টেনান্স এর পরিচালক কুমার দোয়েল দে প্রমুখ।  

সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫শে মার্চ কালো রাতে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ‘অপারেশন সার্চ লাইট’ এ নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

 

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।