চট্টগ্রাম: মিরসরাই উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. জাবেদ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার (২৬ মার্চ) সকালে বারইয়ারহাট পৌর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জাবেদ চট্টগ্রামের বায়োজিদ থানার বাংলাবাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীরের ছেলে।
আহতদের মধ্যে সুমন, গোলাম মোর্শেদ, ইলিয়াস হোসেন ও রাশেদ নামের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সবাই ধারালো ছুরি ধারা জখমপ্রাপ্ত বলে জানা গেছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বাংলানিউজকে বলেন, বিএনপির কমিটি গঠন কেন্দ্র করে গত দুদিন ধরে উত্তেজনা চলে আসছে। বুধবার সকালে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে জাবেদ নামে একজন নিহত হয়েছেন। জাবেদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এমআই/টিসি