ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেষ মুহূর্তে জমজমাট আতর-টুপির বেচাকেনা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
শেষ মুহূর্তে জমজমাট আতর-টুপির বেচাকেনা

চট্টগ্রাম: ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় নতুন টুপি চাই ছোট-বড় সবার। সঙ্গে গায়ে মাখতে হয় আতর।

তাই নগরের বিভিন্ন মার্কেট ও ফুটপাতে শেষ মুহূর্তে ক্রেতারা ভিড় করছেন টুপি-আতর ও সুরমা কিনতে। পাশাপাশি চলছে তসবিহ-জায়নামাজ বিক্রিও।

রোববার (৩০ মার্চ) দুপুরে নগরের নিউমার্কেট, চকবাজার, আন্দরকিল্লা মার্কেট ও মসজিদের সামনে অস্থায়ী দোকানগুলোতে জমজমাট ছিল টুপি ও আতর বিকিকিনি।  

ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে আফগানিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব, ভারত, পাকিস্তান ও চীনের তৈরি টুপি। এছাড়া দেশি বিভিন্ন ডিজাইনের টুপি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। আবার একটু ভালো কোয়ালিটির বিভিন্ন রঙের টুপি ২০০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরেও নগরে বিভিন্ন এলাকার মসজিদ গেইটে  আতর-টুপি পসরা নিয়ে বসেছেন অনেকে। এখান থেকেও মুসল্লিরা কিনে নিয়ে যাচ্ছেন টুপি-আতর।

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দোকানি ফরহাদ বলেন, এখানে বারো মাসই বেচাবিক্রি হয়। তবে রমজান মাসে আতর, টুপি ও তসবিহ বিক্রি বেড়ে যায়। আবার ঈদের দুইদিন আগে থেকে বিক্রি বেশি হয়।

আন্দরকিল্লার ফুটপাতের দোকানে টুপি কিনতে আসা ফয়সাল বাংলানিউকে বলেন, ঈদের নামাজে যাওয়ার সময় নতুন টুপি ও আতর না হলে ভালো লাগে না। ফুটপাতে মার্কেট থেকে কমে টুপি-আতর পাওয়া যায়।

রিয়াজউদ্দিন বাজারের আতর-টুপির দোকানের কর্মচারীরা জানান, দেশি আতরের মধ্যে হাসনাহেনা, রজনীগন্ধা, গোলাপ, বেলি ও নাইট ফ্লাওয়ার বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকায়। এখানে সৌদি আরব, ইরাক, ইরান, দুবাই, ভারত ও ফ্রান্সের আতরও পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।