ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মীরসরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৭:৪৩ পিএম, এপ্রিল ১, ২০২৫
মীরসরাইয়ে শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক 

চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকেলে উপজেলার চিনকি আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর মঙ্গলবার (১ এপ্রিল) ভিকটিম শিশুকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

শিশুটির স্বজনদের অভিযোগ, সোমবার ঈদের দিন বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় দুলাল প্রকাশ দুলাল ড্রাইভার তাকে টিভি দেখানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটি তার মাকে সবকিছু জানানোর পর মঙ্গলবার সকালে স্বজনরা থানায় গেলে পুলিশ শিশুটিকে হাসপাতালে পাঠায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় অভিযুক্ত দুলালকে মুহুরী প্রজেক্ট এলাকা থেকে আটক করা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
এমআই/পিডি/টিসি/জেএইচ

বাংলাদেশ সময়: ৭:৪৩ পিএম, এপ্রিল ১, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।