চট্টগ্রাম: ঈদের ছুটির প্রথম শুক্রবার পতেঙ্গা সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেক, সাগরপাড়, নদীর পাড়, ঝরনাসহ প্রতিটি বিনোদনকেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। এ তালিকায় যুক্ত হয়েছে বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরি ঘাটও।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ বাংলানিউজকে জানান, শুক্রবার (৪ এপ্রিল) ১২ হাজার ৮০০ টিকিটি বিক্রি হয়েছে।
পতেঙ্গা সমুদ্র সৈকতে ঈদের পাঁচ দিন বিকেলেই প্রচুর দেশি-বিদেশি পর্যটকের সমাগম হয়েছে। এর মধ্যে অনেকে আছেন যারা জীবনে প্রথমবার সমুদ্র দেখতে এসেছেন।
এ দলেরই একজন সিলেটের আদনান রাফি। তিনি বলেন, সমুদ্রের কথা অনেক শুনেছি। খবরের কাগজ টেলিভিশন, সামাজিক মাধ্যমে অনেক দেখেছি। কিন্তু বাস্তবে সমুদ্র এত বড় হয়, এর গর্জন এত বেশি হয় তা প্রথমবার উপলব্ধি করেছি। এখানকার পরিবেশ সুন্দর। ভালো লেগেছে।
তবে যারা নিয়মিত পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন তাদের একজন পটিয়ার আবুল হোসাইন। তিনি বলেন, উৎসবের মৌসুমে পতেঙ্গা সৈকতে মানুষ বেশি আসে। সেই তুলনায় গাড়ি পার্কিং ও ওয়াশরুমের সংকট আছে। সরকারের উচিত এ পর্যটন কেন্দ্রের উন্নয়নে হাত দেওয়া।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এআর/ টিসি