ঢাকা, বুধবার, ২ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের উন্নতি ও শান্তির জন্য ঐক্য শক্তিশালী করতে হবে: শামীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
দেশের উন্নতি ও শান্তির জন্য ঐক্য শক্তিশালী করতে হবে: শামীম

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ভাষার জন্য গর্বের একটি দিন।

এই নববর্ষে আমরা শুভেচ্ছা জানাই এবং দেশের উন্নতি ও সুখ-শান্তির জন্য আমাদের ঐক্য শক্তিশালী করার আহ্বান জানাই।

রোববার (১৪ এপ্রিল) সকালে নূর আহম্মদ সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরুর আগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সুরক্ষিত রাখতে আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত দেশ গড়ে উঠবে।

প্রধান বক্তা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য রত্ন। আজকের শোভাযাত্রার মাধ্যমে আমরা শুধু নববর্ষ উদযাপন করছি না, বরং আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং জাতীয় চেতনাকে সম্মান জানাচ্ছি। এই দিনটি আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যেখানে আমরা নিজেদের সাংস্কৃতিক মর্যাদা, ঐতিহ্য এবং ভবিষ্যতের পথপ্রদর্শনের দিকে মনোনিবেশ করি।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা সাঈদ আল নোমান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আরইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা,এপ্রিল ১৪, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।