চট্টগ্রাম: লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের ধাক্কায় আবদুল আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৮টার দিকে বটতলী মোটর স্টেশন সংলগ্ন মক্কা হোটেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল আলম পুটিবিলা ইউনিয়নের পহরচান্দা এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে।
জানা যায়, একটি মামলায় আদালতে হাজিরা দিতে শহরে আসার জন্য বের হয়েছিলেন ওই বৃদ্ধ।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আবু-কে (৩৮) আটক করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরায়।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসি/টিসি