ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সবজির দাম বেড়েছে, স্থিতিশীল মাছ-মাংস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
সবজির দাম বেড়েছে, স্থিতিশীল মাছ-মাংস ...

চট্টগ্রাম: ঈদের পর থেকে বাজারে সবধরনের সবজির দাম বাড়তি। সবচেয়ে দামি সবজির তালিকায় রয়েছে কাঁকরোল ও বেগুন।

তবে, এখনো আলুসহ কয়েকটি সবজির দামে স্বস্তি রয়েছে। স্থিতিশীল রয়েছে মাছ, মাংস, মুদিপণ্য।
কমেছে ব্রয়লার মুরগির দাম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নগরের বহদ্দারহাট, চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচা বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বাজারে প্রতিকেজি শসা, পেঁপে, চালকুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন, তিতা করলা, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা, কচুর লতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ধুন্দল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ঝিঙ্গা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিকেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। বাজারে লাউ ৪০ টাকা, মিষ্টিকুমড়া ২৫ টাকা, টমেটো ২৫ টাকা ও কাঁচাকলা জোড়া ২০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ৪০ টাকা, কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি কেজি ২০ টাকা, মূলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

লেবু আকারভেদে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ২২০ টাকায়। বাজারে লাউশাক, কলমি ও লাল শাক ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা ১২০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে।

ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১১৫ থেকে ১৩০ টাকা, সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২০ টাকা দরে। ব্রয়লার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮৫ টাকায়। কক মুরগি ২৯০ থেকে ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ৫৬০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বাজারে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।  

মাছের মধ্যে আকার ও ওজন অনুযায়ী ইলিশ মাছ ১ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা, রুই মাছ ৩৬০ থেকে ৫৫০ টাকা, কাতল মাছ ৩০০ থেকে ৫০০ টাকা, বেলে ৫০০ থেকে ১ হাজার ৩০০, কালিবাউশ ৪০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কাঁচকি ৬০০ টাকা, কৈ ২৮০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৫০০ টাকা, শিং মাছ ৫০০ থেকে ৭০০ টাকা, টেংরা ৭০০ থেকে ৮০০ টাকা, বোয়াল মাছ ৭০০ থেকে ১ হাজার টাকা, শোল মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, চিতল ৬০০ থেকে ১ হাজার টাকা, সরপুঁটি ৩৫০ থেকে ৪৫০ টাকা, রূপচাঁদা ৫৫০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চকবাজারে রমজান আলী নামের এক ক্রেতা বাংলানিউজকে বলেন, বাজারে সবজির দাম বাড়তি। ঈদের পর থেকে প্রতিদিনই সবজির দাম বাড়ছে। এখানে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। এত দাম দিয়ে সবজি কেনা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কঠিন।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।