ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ছিলো চট্টগ্রাম যুব বিদ্রোহের প্রেরণা: বাসদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ছিলো চট্টগ্রাম যুব বিদ্রোহের প্রেরণা: বাসদ মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা

চট্টগ্রাম: চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৫তম বার্ষিকী উপলক্ষে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নগরের জেএমসেন হলে মাস্টারদা’র আবক্ষ মূর্তিতে দলটির চট্টগ্রাম জেলা শাখার নেতাকর্মীরা এ পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য হেলাল উদ্দিন কবির, আহমদ জসীম, মহিলা ফোরাম আহ্বায়ক জোবায়ের বীনা, সদস্য সুপ্রীতি বড়ুয়া, প্রগতিশীল শিল্প ও গণমাধ্যমকর্মী ফোরামের সংগঠক পার্থ প্রতীম নন্দী প্রমুখ।

এসময় নেতারা বলেন, চট্টগ্রাম যুব বিদ্রোহ এদেশের মুক্তি আন্দোলনের এক ঐতিহাসিক ও গৌরবময় ঘটনা।

বৃটিশ রাজত্ব থেকে এদেশের মানুষের মুক্তির জন্য মাস্টারদা সূর্য সেন ও তাঁর সহযোগীরা আমৃত্যু লড়াই করে গেছেন। আপসকামী ধারার পরিবর্তে সেদিন যদি নেতাজী, সুভাষ বসু, মাস্টারদা  সূর্যসেনদের মতো আপসহীন নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতা আসতো, তাহলে  ইতিহাস ভিন্ন হতো।  মাস্টারদা সূর্যসেনের স্বপ্ন ছিলো একটা শোষণ, বৈষম্যহীন, স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ প্রতিষ্ঠা করা। ১৯৩০ সালে ১৮ এপ্রিল ৪দিনের জন্য চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করে তিনি দেশের মানুষের প্রতি  সেই আহ্বান জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।