চট্টগ্রাম: চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯৫তম বার্ষিকী উপলক্ষে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নগরের জেএমসেন হলে মাস্টারদা’র আবক্ষ মূর্তিতে দলটির চট্টগ্রাম জেলা শাখার নেতাকর্মীরা এ পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য হেলাল উদ্দিন কবির, আহমদ জসীম, মহিলা ফোরাম আহ্বায়ক জোবায়ের বীনা, সদস্য সুপ্রীতি বড়ুয়া, প্রগতিশীল শিল্প ও গণমাধ্যমকর্মী ফোরামের সংগঠক পার্থ প্রতীম নন্দী প্রমুখ।
এসময় নেতারা বলেন, চট্টগ্রাম যুব বিদ্রোহ এদেশের মুক্তি আন্দোলনের এক ঐতিহাসিক ও গৌরবময় ঘটনা।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
পিডি/টিসি