ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ট্রাকচাপায় প্রাণ গেল প্রকৌশলীর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
সীতাকুণ্ডে ট্রাকচাপায় প্রাণ গেল প্রকৌশলীর  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে ট্রাকচাপায় মো. সোলাইমান (৩৩) নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সোলাইমান ভাটিয়ারির উত্তর বাজার এলাকার নজির সওদাগর বাড়ির জহুর আহমেদের ছেলে। তিনি রয়েল সিমেন্ট কারখানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, রাতে জেনারেটর মেরামত শেষে ফিরে আসার সময় কেএসআরএম স্টিলের রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই মো. জাফর আহম্মদ বাদি হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।