ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবার মামলায় ট্রাক চালক ও সহকারীর যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
ইয়াবার মামলায় ট্রাক চালক ও সহকারীর যাবজ্জীবন  ...

চট্টগ্রাম: কর্ণফুলী থানার ইয়াবার মামলায় ট্রাক চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা’র আদালত এই রায় দেন।

দণ্ডিতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ট্রাক চালক সৈয়দ নূর (৩২) ও একই এলাকার ইমরান সাদেক (২৯)।  

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, ৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সৈয়দ নূরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া সহকারী ইমরান সাদেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মূলে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।  

মামলার নথি থেকে যায়, কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহার ওয়াই জংশনে ২০২১ সালের ২৬ মে ভোরে একটি ট্রাক থেকে ২৯ হাজার ৫০০ ইয়াবাসহ সৈয়দ নূর ও ইমরান সাদেককে গ্রেপ্তার করে র‌্যাব-৭। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন উপ সহকারী পরিচালক আহাম্মদ উল্যাহ বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ বছরের ২৫ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২২ সালের ২৫ এপ্রিল সৈয়দ নূর ও ইমরান সাদেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।