চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে করা মামলায় রফিকুল ইসলাম নামে এক কাভার্ডভ্যান মালিককে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রোববার (২৭ এপ্রিল) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকায় ২০১৯ সালের ৬ মার্চ একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্রে বলা হয়, কক্সবাজারের রামু থেকে কাভার্ডভ্যানের মালিক রফিকুল ইসলাম বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবাগুলো নিয়ে আসেন। এই মামলা ২০২২ সালের ১১ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা,এপ্রিল ২৭, ২০২৫
এমআই/পিডি/টিসি
বাংলাদেশ সময়: ৬:১৮ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /