চট্টগ্রাম: ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটায় প্রেস ক্লাবে এ প্রদর্শনী শুরু হবে।
আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি এবং আগ্রহীদের উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং আলোকচিত্র প্রদর্শনী উপ-কমিটির আহ্বায়ক গোলাম মাওলা মুরাদ অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৫
পিডি/টিসি