প্রতীকী ছবি
চট্টগ্রাম: নগরীতে দেওয়ান বাজার এলাকায় একটি খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) বিকেলে কোতোয়ালি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওই ব্যক্তির দুই হাত বাঁধা অবস্থায় ছিল বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রুবেল আফ্রাদ। তিনি বাংলানিউজকে জানান, ব্যক্তিটির বয়স আনুমানিক ৪০ বছর।
জোয়ারের পানিতে ভেসে দেওয়ান বাজার এলাকায় চলে এসেছে মরদেহটি। তার হাত গামছা দিয়ে বাঁধা ছিল। তাকে স্থানীয়রা কেউ চিনতে না পারায় পরিচয় শনাক্ত হয়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এমআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।