ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, মে ৪, ২০২৫
‘শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে’ ...

চট্টগ্রাম: বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান বলেছেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনের চেয়েও গুরুত্বপূর্ণ সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা। সুশিক্ষার পাশাপাশি তাদের দেশপ্রেমেও উদ্ধুদ্ধ করতে হবে।

কারণ একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে একটি সৎ ও দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক প্রজন্ম অত্যাবশ্যক।  

রোববার (৪ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার দশম দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অপেক্ষমান অভিভাবকদের জন্য গৃহীত নানান কর্মকাণ্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবি।

তাদের মেধা, শ্রম ও ত্যাগের উপরই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তাদের অভিভাবকদের এই তীব্র তাপদাহে একটু স্বস্তি দিতে এবং দেশ গঠনে ৩১ দফার প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এদিন সাঈদ আল নোমান পর্যায়ক্রমে নাসিরাবাদ অংকুর সোসাইটি স্কুল,  নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনকালে অভিভাবকদের মাঝে পানি ও নাস্তা বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি, বিএনপি নেতা গোলাম মনছুর, শহীদুল আলম খসরু, শফিকুল ইসলাম, যুবদল নেতা মাঈনুদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ৪, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।