ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নিলেন শতাধিক শিক্ষার্থী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, মে ৫, ২০২৫
চট্টগ্রামে অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নিলেন শতাধিক শিক্ষার্থী ...

চট্টগ্রাম: চট্টগ্রামে সম্পন্ন হয়েছে অনূর্ধ্ব-১৪ শিক্ষার্থীদের অ্যাথলেটিকস প্রশিক্ষণ কর্মসুচি।  

সোমবার (৫ মে) সকালে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা প্রসাশনের সহযোগিতায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন।

জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর।

অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মসুচি প্রশিক্ষক সাবেক জাতীয় অ্যাথলেট ও সাংবাদিক সোহেল সরওয়ার এবং শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক সাইফুল্লাহ মুনির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণ কর্মসুচিতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এ কর্মসূচি থেকে বাচাই করা শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ৫, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।