চট্টগ্রাম: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির।
সোমবার (৫ মে) নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনি, মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি তানজির হোসাইন জুয়েল প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ মে সাধারণ ইসলামপ্রিয় জনতা শাপলা চত্বরে অবস্থান নেয় রাসুল ও ইসলামের অবমাননাকারী নাস্তিক ব্লগারদের বিচারের দাবিতে।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সেদিন এদেশের ইসলামপ্রিয় জনতা নিজেদের ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, বরং নবীর ওপর নাস্তিক ব্লগাররা যে অবমাননাকর মন্তব্য করেছিলো তার বিচারের দাবিতে গিয়েছিলেন। -এমনটা মন্তব্য করে বক্তারা আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা জনমানুষের সে দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে ক্র্যাকডাউনের নামে ইতিহাসের বর্বর গণহত্যা সংঘটিত করে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ৫, ২০২৫
বিই/পিডি/টিসি