চট্টগ্রাম: আনোয়ারায় একটি ঘর থেকে মো. আরাফাত (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালাবিবির দীঘি এলাকার রাজু কলোনির একটি ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরাফাত উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ওয়ার্ডের হাজিরপাড়া এলাকার মোহাম্মদ কায়সারের ছেলে।
জানা যায়, সিএনজি অটোরিকশা চালক আরফাতকে জানালা দিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ৫, ২০২৫
পিডি/টিসি