চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের গোসাইডাঙ্গার মা স্টার ফুডস নামের একটি বেকারিকে নানা অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভেজালবিরোধী অভিযানের ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৬ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ অভিযানে নেতৃত্ব দেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বাংলানিউজকে জানান, অভিযান চলাকালে ওই বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি, বিভিন্ন ধরনের ফ্লেভার ও রাসায়নিক ব্যবহার, মেয়াদবিহীন খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির জন্য সংরক্ষণ করা এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার প্রমাণ পাওয়া গেছে। এ অপরাধে মা স্টার ফুডসকে ৩৫ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে চসিকের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
এআর/টিসি