চট্টগ্রাম: বাঁশখালীর পূর্ব পুঁইছড়ি ইউনিয়নের বশিরা বাড়ি এলাকায় মাটিচাপা দেওয়া একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (৬ মে) দুপুরে জলদী রেঞ্জের আওতাধীন চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের একটি দল মরদেহটি উদ্ধার করে।
জলদী রেঞ্জের ফরেস্টার আনিসুজ্জামান শেখ বাংলানিউজকে জানান, আনুমানিক পাঁচ বছর বয়সী হাতিটি ধানের জমির পাশে মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। যেহেতু বাচ্চা হাতি তাই দাঁত সংগ্রহের উদ্দেশে কেউ হাতিটি হত্যা করেনি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই-তিন দিন আগে হয়তো হাতিটি মারা গেছে। আমরা খবর পেয়ে আজ দুপুরে ১০-১২ জন শ্রমিকের সহযোগিতা নিয়ে স্ত্রী লিঙ্গের হাতিটির মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত সম্পন্ন করেছি। কক্সবাজার সাফারি পার্ক থেকে আসা একজন পশু চিকিৎসক হাতিটির ময়নাতদন্ত করেছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্তের পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান জলদী রেঞ্জের ফরেস্টার আনিসুজ্জামান শেখ।
এআর/টিসি/এমজেএফ