চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পুরকৌশল বিভাগের উদ্যোগে ‘বিদেশে উচ্চশিক্ষার সুযোগ’ বিষয়ক সেমিনার সম্প্রতি বায়েজিদ আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মূল বক্তা ছিলেন চুয়েটের সহকারী অধ্যাপক ড. আরিফ হোসেন।
সেমিনারে ড. আরিফ হোসেন মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা, আবেদন পদ্ধতি এবং সরকারের বৃত্তি প্রাপ্তির সুযোগ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান, মেধাবৃত্তির সুযোগ, মনোরম আবহাওয়া ও বন্ধুসুলভ পরিবেশ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াকে একটি আদর্শ উচ্চশিক্ষার গন্তব্যে পরিণত করেছে।
পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মো. আবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ০৭, ২০২৫
এসি/টিসি