ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে হজ প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, মে ১১, ২০২৫
সীতাকুণ্ডে হজ প্রশিক্ষণ কর্মশালা ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলা ট্রাভেল অ্যান্ড ট্যুরস্ এর আয়োজনে শনিবার (১০ মে) সকাল ৯টায় পৌরসদরের হাজেরা হ্যাভেন গার্ডেনে এ হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে ও রেলওয়ে জামে মসজিদের ইমাম শাহাদাত হোসাইনের সঞ্চালনায় হাজী সমাবেশে অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, আবুল কালাম আজাদ, মাওলানা আনোয়ার হোসাইন, আলহাজ মছিউদ্দৌলা, মাওলানা নুরুল আলম জিহাদী, কামাল উদ্দিন ভূঁইয়া, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ ফ ম বোরহান উদ্দিন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সুলাইমান মেহেদী হাসান, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক।

হজের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলা ও ট্রাভেল অ্যান্ড ট্যুরস্ এর পরিচালক জিয়া উদ্দিন বাবলু।

 

১৮ জন মুসল্লি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম হেলালী।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মে ১১, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।