ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বজ্রপাতে প্রাণ গেল কৃষকের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, মে ১২, ২০২৫
বজ্রপাতে প্রাণ গেল কৃষকের  ...

চট্টগ্রাম: বাঁশখালীতে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফিরোজ আহমদ (৩৬) উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার বাড়ির মৃত মো. এয়াকুব আলীর ছেলে।  

জানা যায়, সকালে সবজি ক্ষেতে কাঁকরোল তুলতে যান ফিরোজ।

হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি ঘটনাস্থলে মারা যান। এসময় পাশে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রাশেদ নূরী জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। মৃত কৃষকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বজ্রপাত দেখে ভয়ে তিনি মারা যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ১২, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।