ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দেশের সবচেয়ে বড় সমাবর্তন হবে চবিতে, ডি-লিট উপাধি পাচ্ছেন ড. ইউনূস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, মে ১২, ২০২৫
দেশের সবচেয়ে বড় সমাবর্তন হবে চবিতে, ডি-লিট উপাধি পাচ্ছেন ড. ইউনূস সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চবি উপাচার্য

চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় সমাবর্তন আগামী বুধবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি–লিট ডিগ্রি প্রদান করা হবে।

বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ ডিগ্রি প্রদান করা হবে।

এছাড়াও তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন৷ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সনদ নেবেন প্রায় ২৩ হাজার সমাবর্তী৷ শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিসহ প্রায় ২৫ হাজার লোকের সমাগম হবে।

এদিন সমাবর্তীসহ প্রায় এক লাখ মানুষের সমাগম হতে পারে চবি ক্যাম্পাসে।  

সোমবার (১২ মে) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ৫ম সমাবর্তন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, কমিটির সদস্য সচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রণক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এদিন সমাবর্তীরা নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে খাবার ও গিফট আইটেম সংগ্রহ করতে পারবে। গিফটের মধ্যে থাকবে ব্যাগ, স্মরণিকা, কলম, পিন, ওয়ালেট ইত্যাদি। কনভোকেশন টুপি গিফট হিসেবে বিবেচিত হবে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

শহর থেকে ক্যাম্পাস দূরত্ব ২২ কিলোমিটার হওয়ায় শাটল ট্রেনের পাশাপাশি ১০০ বাস সকাল ৬টা থেকে যাতায়াত শুরু করবে। এদিন বিশ্ববিদ্যালয়ের বাস ব্যতীত ক্যাম্পাসে আর কোনো যানবাহন প্রবেশ করবে না, তবে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট থেকে ক্যাম্পাসে থাকবে শাটল বাসের ব্যবস্থা।  

৫ম সমাবর্তনে ৪২জন পিএইচডি এবং ৩৩ জন এম. ফিল, ডিগ্রিসহ মোট ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। কলা ও মানববিদ্যা ৪৯৮৮ জন, বিজ্ঞান ২৭৬৬ জন, ব্যবসায় প্রশাসন ৪৫৯৩ জন, সমাজ বিজ্ঞান ৪১৫৮ জন, জীববিদ্যা ১৬৮৫ জন, ইঞ্জিনিয়ারিং ৭৯৬ জন, আইন ৭০৩ জন, শিক্ষা ৩১৭ জন, মেরিন সায়েন্স ২৮৪ জন, চিকিৎসা ২২৯৬ জন বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন।

এই সমাবর্তনের প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় সাড়ে ৬ কোটি টাকা আবেদন হিসেবে পাওয়া গেছে। সবচেয়ে বেশি খরচ হচ্ছে প্যান্ডেল, সাজ-সজ্জা ও আসন ব্যবস্থাপনা কার্যক্রমে।

বাংলাদেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ১০টি অনুষদের অধীনে বর্তমানে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট এবং ৫টি গবেষণা কেন্দ্র রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২৮৫১৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষক সংখ্যা ৯৯৬, কর্মকর্তা ৪৪৫, কর্মচারী (৩য় শ্রেণী)-৫৪৫ জন এবং কর্মচারী ৪র্থ শ্রেণী ৯৮৩ জন। শিক্ষার্থীদের আবাসনের জন্য ১৪টি হল রয়েছে। ছাত্রদের জন্য ৯টি ছাত্রীদের জন্য ৫টি এবং হোস্টেল রয়েছে ১টি। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি ছাড়াও এ বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল, পিএইচডি, এমডি, এম এস (মেডিক্যাল সায়েন্স) উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১২, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।