চট্টগ্রাম: পটিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আরিফুল ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আরিফ উপজেলার ছনহরা ইউপির আলী আকবরের বাড়ির ফরিদ আহমদের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।
পুলিশ জানান, গ্রেপ্তার আরিফ গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পিডি/টিসি